গণস্বাস্থ্য কেন্দ্রের নমুনা কিট হস্তান্তর কাল Emon Emon Chowdhury প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০ করোনাভাইরাস পরীক্ষার জন্য নিজেদের উৎপাদিত ‘সফল’ নমুনা কিট আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। বেলা ১১টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কিট হস্তান্তর করা হবে। নমুনা কিট প্রকল্পের কো-অর্ডিনেটর ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ র্যাপিড টেস্টিং কিট চূড়ান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ওধুষ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) বেশ কিছু রয়েছে। একই সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসিকেও পরীক্ষা ও মতামতের জন্য নমুনা প্রদান করা হবে। এ প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগামীকাল নমুনা দেওয়া হবে, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দেয়ার পরে প্রথমে ১০ হাজার, তারপরে ১ লাখ দেওয়া হবে। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: