করোনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের মিডিয়া সেল গঠন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

মহামারি করোনাভাইরাস সংক্রান্ত (কোভিড-১৯) তথ্য প্রচার, প্রেস ব্রিফিংসহ জনসচেতনতা বৃদ্ধি উপলক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট মিডিয়া সেল গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিটি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবেও কাজ করবে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রান্ত তথ্য প্রচার, প্রেস ব্রিফিং, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার, করোনা সংক্রান্ত ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ ও ব্যাবস্থা গ্রহনের নিমিত্তে পাঁচ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেল গঠন করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মো. হাবিবুর রহমান খানকে আহবায়ক ও মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে সদস্য সচিব করা হয়েছে।

৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছে-

১. বেগম রীনা পারভীন,অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য সংস্থা), স্বাস্থ্যসেবা বিভাগ-(সদস্য)।

২. নেগম নীলুফার নাজনীন, যুগ্মসচিব (জনস্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগ-(সদস্য)।

৩. জনাব আহমেদ লতিফুল ইসলাম, সিস্টেম এনালিস্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-(সদস্য)।

উল্লেখ্য, মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত পত্রে উল্লিখিত কমিটির কাজের পরিধি ও ব্যাপ্তি উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত দিন :