ব্লিচিং পুশ করে করোনামুক্তের পরামর্শ ট্রাম্পের, বিশেষজ্ঞদের তীব্র সমালোচনা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

করোনা আক্রান্তদের শরীরে জীবানুনাশক ইনজেকশন বা ব্লিচিং পুশ করে করোনামুক্তের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই নিজস্ব চিকিৎসা পদ্ধতিকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে ট্রাম্পের এই পরামর্শ জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

শুক্রবার (২৪ এপ্রিল) বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে তার এমন পরামর্শে চিকিৎসকদের মধ্যে কিছুটা বিরক্তির সৃষ্টি হয়েছে।

ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘দেখলাম যে, জীবাণুনাশকগুলো ভাইরাসটিকে এক মিনিটের মধ্যে মেরে ফেলে। এক মিনিট! এটা নিয়ে কিছু করার উপায় আছে কি, (জীবাণুনাশক) ইনজেকশন দিয়ে নিয়ে বা পুরোপুরিভাবে শরীর পরিষ্কার করে?’

তবে ব্রিফিংস্থলেই ট্রাম্পের পরামর্শ নাকচ ও নিন্দা জানিয়েছেন এক চিকিৎসক। ট্রাম্পের পরামর্শের আগমুহূর্তে তার এক উর্ধ্বতন কর্মকর্তাও উচ্চমাত্রায় সূর্যালোক ও জীবাণুনাশক ইনজেকশন ব্যবহার বা ব্লিচিং করে করোনা ভাইরাস দূর করা সম্ভব বলে দাবি করেছেন। অবশ্য ট্রাম্পের নিজস্ব জনস্বাস্থ্য সংস্থা ওষুধ হিসেবে ব্লিচের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

হোয়াইট হাউসে করোনা ভাইরাস টাস্কফোর্সের ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্র সরকারের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। তাতে বলা হয়, সূর্যের আলো ও অতিমাত্রায় তাপের সংস্পর্শে এলে করোনা ভাইরাস অতিদ্রুত দুর্বল হয়ে পড়ে। এতে আরও বলা হয়, গবেষণায় দেখা গেছে লালা বা শ্বাস-প্রশ্বাসের তরলে থাকা ভাইরাসকে পাঁচ মিনিটের মধ্যে মেরে ফেরতে ব্লিচ ব্যবহার করা যেতে পারে। এছাড়া আইসোপ্রপাইল অ্যালকোহল আরও দ্রুত করোনা ভাইরাসকে কুপোকাত করতে পারে।

গবেষণার এ ফলাফলের উপর আস্থা রেখেই ট্রাম্প বলেন, আর সেজন্যই আমরা দেহকে অতিমাত্রায় তপ্ত করে কিংবা অতিরঞ্জনরশ্মি বা শক্তিশালী আলো ব্যবহার করে করোনা মোকাবেলা করতে পারি।

ট্রাম্প ব্রিফিংয়ে উপস্থিত হোয়াইট হাউসের করোনা বিষয়ক সমন্বয়ক ড. ডেবরাহ ব্রিক্সের দিকে তাকিয়ে বলেন, এটি নিয়ে আপনারা গবেষণা করতে পারেন।

ট্রাম্প আরও বলেন, দেহের ভেতরে এমন আলো প্রবেশ করিয়ে, সেটি হতে পারে ত্বকের ভেতর দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে হতে পারে। তাছাড়া জীবানুনাশক ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করিয়েও চিকিৎসা হতে পারে। তা এক মিনিটের ব্যাপার।  এসব বিষয় পরীক্ষা চালিয়ে দেখাই ভালো।

ট্রাম্প বলেন, আমি চিকিৎসক নই, তবে এমন একজন ব্যক্তি যিনি ভালোই জানেন।

এ সময় ড. ব্রিক্সের দিকে তাকিয়ে করোনা ভাইরাস চিকিৎসায় আলো ও তাপের ব্যবহারের কথা শুনেছেন কিনা, জানতে চাইলে ব্রিক্স বলে দেন, না, করোনা চিকিৎসার ক্ষেত্রে তিনি তা শুনেননি।

এর আগেও ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টিকারী বিপজ্জনক পরামর্শ দিয়েছেন। ভাইরাসটি নিয়ে তার প্রতিক্রিয়া বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। এর আগে করোনার প্রতিষেধক হিসেবে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের পরামর্শ দিয়ে সমালোচিত হয়েছেন তিনি। যদিও, ওই ওষুধটি প্রয়োগে করোনা প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারও আগে ফেব্রুয়ারিতে তিনি দাবি করেন, উষ্ণ আবহাওয়ার ভাইরাসটি ধ্বংস হয়ে যাবে। সাধারণ ফ্লু যেভাবে চলে যায়, ভাইরাসটিও চলে যাবে।

আপনার মতামত দিন :