গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর, ৫ মিনিটে করোনা নির্ণয় Omar Omar Faruque প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্ভাবিত করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নির্ণয়ক যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর বিক্রম মিলনায়তনে এ কিট হস্তান্তর করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর পরও মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এ কিট গ্রহণের জন্য যায়নি সরকারের কোনো প্রতিষ্ঠান। ফলে প্রতিনিধি না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরকে কিট দেয়া যায়নি। অনুষ্ঠানে শুধুমাত্র সিডিসি কর্তৃপক্ষ উপস্থিত থাকায় তাদের কাছেই এ কিট হস্তান্তর করা হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য। কিট হস্তান্তরকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট হস্তান্তর অনুষ্ঠানে একমাত্র সিডিসি এসেছে। সিডিসিকেই আমরা দিয়ে দেবো। বাকিদের আমরা কালকে সংশ্লিষ্ট সরকারি অফিসে পৌঁছে দেবো। ওষুধ প্রশাসনের মহাপরিচালক (ডিজি) আমাকে বলেছিলেন আজকে তারা আসতে পারবেন না। জানি না তারা কেন আজকে আসতে পারলেন না। ডা. জাফরুল্লাহ করোনা নির্ণয় কিট উদ্ভাবনে বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ইউএস বাংলা এয়ারলাইন্স, বিদ্যুৎ বিভাগসহ আরও অনেককেই ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে অনেক সাহসী, ভালো মানুষ আছেন যারা আমলাতান্ত্রিকতার বাইরে এসে আমাদের এ উদ্ভাবনীতে সহযোগিতা করেছেন। আরও অনেকেই আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন অবশ্য তারা কেউ স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত না। পৃথিবীর অধিকাংশ স্বাস্থ্যখাতের পরিবর্তন এনেছেন যারা ডাক্তার না। স্বাস্থ্যখাতে ডাক্তাররা যা পরিবর্তন এনেছেন তার থেকে বেশি পরিবর্তন এনেছেন অন্য পেশার ব্যক্তিরা। অনুষ্ঠানে কিটের উদ্ভাবক বিজন কুমারশীলসহ তার দলের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। গত ১৭ই মার্চ করোনাভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯ মার্চ কিট উৎপাদনের সরকারি অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। ৫ই এপ্রিল চীন থেকে কিট তৈরির কাঁচামাল আমদানি করে গণস্বাস্থ্য কেন্দ্র। ২০শে এপ্রিল এ কিট জমা দেয়ার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে তা পিছিয়ে যায়। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: