চিকিৎসক, নার্স নিয়োগের সাথে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রয়োজন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

চিকিৎসক, নার্স নিয়োগের সাথে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ অতি প্রয়োজন বলে দাবি করেন নিরাপদ চিকিৎসা চাই আন্দোলনের চেয়ারম্যান যুবরাজ খানI

প্রায় ১ যুগ নিয়োগ নাই হাজার, হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার পড়ে আছে, না খেয়ে থাকে আজ এই দূঃসময়ে যাদের অবদান অনেক বেশি আজ কেন তাদের নিয়োগ হবে না I তাহলে কোটি মানুষের ব্লাড টেস্ট কারা করছে ও করবে I এই মহামারীর সময় যাদের কাজ টেস্ট করা,রিপোর্ট করা,ব্লাড নেয়া ও পরীক্ষা করা তাদের নিয়োগ কেন হচ্ছে না তা দেশ ও জাতি জানতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিকটI

চিকিৎসা খাতে প্রতিটা দপ্তরে সমান পরিমাণ লোক নিয়োগ থাকা অতি জরুরী যা নিরাপদ চিকিৎসা চাই আন্দোলনের অন্যতম দাবি আর এই দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বাস্তবায়ন করতে হবে না হলে স্বাস্থ্য খাত হুমকির মধ্যে পড়বেI

আজ আমরা দেখতে পাই হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট কাজ নার্স করছে কখনো রিপোর্ট ভুল হয়ে রুগী মারা যাচ্ছে তার পর ও কেন স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার,নার্স নিয়োগের সাথে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিচ্ছে না I

আর কতো মেডিকেল টেকনোলজিস্ট রাস্তায় কান্না করলে নিয়োগ হবে, আর কত মানুষ ভুল টেস্ট রিপোর্ট কারণে মারা গেলে নিয়োগ হবে আর কতো স্বাস্থ্য নীতির বাহিরে চলবে স্বাস্থ্য দপ্তর তাই এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ জানান যুবরাজ খানI

এছাড়া ও যুবরাজ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে একটি মানুষ ও সু চিকিৎসার অভাবে মারা যাবে না প্রযাপ্ত ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট নিয়োগ খাকবে ও দুর্নীতি থাকবে নাI

আপনার মতামত দিন :