সিআরপি নার্সিং কলেজে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

মোহাঃ তন্ময়, সিআরপি ক্যাম্পাস প্রতিনিধি :

বিশ্বব্যাপী ‘নোভেল করোনা’ ভাইরাসকে কেন্দ্র করে সরকারের বিধি মোতাবেক শিক্ষার্থীদের এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখতে দেশের সরকারি ও বেসরকারি সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা করেন। একই সঙ্গে সিআরপি নার্সিং কলেজ(সাভার) বন্ধ ঘোষণা করা হয়। দিনদিন এই মহামারী করোনার প্রকোপ বেড়ে চলছে, তার রেশধরে সরাকারী ছুটিও বাড়ছে।


এর মধ্যেই সিআরপি নার্সি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। গুগুল প্লে-স্টোর থেকে ‘জুম’ নামের ভিডিও কনফারেন্সিং অ্যাপস ব্যবহার করে ক্লাসের কার্যক্রম শুরু করেছেন কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে কলেজের প্রভাষক বিপ্রজিত মন্ডল বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে ‘করোনা ভাইরাস’ মহামারিতে রূপ নিয়েছে। এমন সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জন-জীবন, পিছিয়ে পড়ছে লেখাপড়া। এজন্য আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি যেখানে যুক্ত হয়ে কিছুটা হলেও শিক্ষার্থীদের পড়াশুনার প্রাদুর্ভাব কাটানো সম্ভব হবে। সকল শিক্ষার্থীরা বাসায় বসে আমাদের লেকচার শুনতে ও খাতায় নোট করছে। তাছাড়া আমাদের কলেজের অধ্যক্ষ রুনু চৌধুরী ম্যাম অনলাইনের ক্লাস গুলো মনিটরিং অব্যায়ত রেখেছেন।

আপনার মতামত দিন :