মিথানল করোনা সারায়, বিশ্বাসে ইরানে ৭২৮ মৃত্যু Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ বিষাক্ত মিথানল করোনাভাইরাস সারাতে পারে, এমন মিথ্যা বিশ্বাসের কারণে ইরানে কমপক্ষে ৭২৮ জনের মৃতু্য হয়েছে। গত ২০ ফেব্রম্নয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে বিষাক্ত মিথানল পানে মৃতু্য এসব ঘটনা ঘটে। সংবাদসূত্র : আল-জাজিরা মিথানলের কোনো গন্ধ বা স্বাদ নেই। বিষাক্ত এই অ্যালকোহল পানে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ শিথিল হয়ে যায় ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। পানের পর বুক ব্যথা, বমি বমি ভাব, ঘন ঘন শ্বাস ছাড়া, অন্ধত্ব ও এমনকি অচেতন হয়ে যাওয়ার মতো লক্ষণ প্রকাশ পেতে পারে। গত বছর অ্যালকোহলের বিষক্রিয়ায় দেশটিতে মাত্র ৬৬ জনের মৃতু্য হয়েছিল। চলতি মাসের প্রথমদিকে প্রকাশিত সরকারি প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারির মধ্যে ইরানে অ্যালকোহলজনিত বিষক্রিয়ার ঘটনা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মিথানল অ্যালকোহল পানে পাঁচ হাজার ১১ জন বিষক্রিয়ার শিকার হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ৫২৫ জন ও বাকিরা হাসপাতালের বাইরে মারা গেছে। বিষক্রিয়ায় প্রায় ৯০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে অথবা ক্ষতিগ্রস্ত চোখের কারণে ভুগছে। সূত্রঃ যাযাদি। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: