জামালপুরে সিভিল সার্জন আক্রান্ত হওয়ার পর ডেপুটি সিভিল সার্জনের নমুনা সংগ্রহ।

Rezaul Rezaul

Karim

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

জামালপুরের সিভিল সার্জন মো.আবু সাঈদ গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।তিনি আক্রান্ত হওয়ার পর থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সার্বক্ষনিক তার সাথে কাজ করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা.কে এম শফিকুজ্জামান।ফলে তিনিও কোয়ারেন্টাইন পালন করেছেন। তিনিও আক্রান্ত কিনা সন্দেহে তার টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরে সর্বমোট ৫৭ জন করোনা ভাইরাসে সংক্রমণের শিকার হয়েছেন।এর মধ্যে ১০ জন ডাক্তারসহ ২৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।তারা সকলেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।

ইতোমধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।বাকীরা সবাই আইসোলেশনে আছেন।

জামালপুরে আগামীকালকাল থেকে আরটিপিসিআর ল্যাব স্থাপন করার কাজ শুরু হবে।শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মায়ক্রোবায়োলজি বিভাগে পিসিআর মেশিনটি সংযোজন করা হবে।

আপনার মতামত দিন :