তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের উদ্যোগে টেলিমেডিসিন সেবা চালু।

Rezaul Rezaul

Karim

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের উদ্যোগে চালু হচ্ছে টেলিমেডিসিন সেন্টার “আমার ডাক্তার” সেবা।

‘পাশেই আছি সারাক্ষণ’-স্লোগানকে ধারণ করে এ টেলিমেডিসিন সেন্টারে বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য প্রতিমন্ত্রীর দপ্তর।

এই মহৎ উদ্যোগের সহ-উদ্যোক্তা প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের সহধর্মিনী ডা. জাহানারা আহসান।

আর প্রধান সমন্বয়ক হিসেবে আছেন ডা.মোঃআশরাফুজ্জামান সজীব।এছাড়া সহ-সমন্বয়ক ডা. ফাইম চৌধুরী সনি,ডা.খন্দকার মুস্তাক আদনান ও ডা. মমতাজুল হাসান শিমুল।

এছাডা দেশের খ্যাতনামা ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত থাকবেন এই টেলিমেডিসিন সেন্টারে।

সকল চিকিৎসকের সমন্বয়ে গঠিত এ সেন্টারের সেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১৫৫৫২২২ নম্বরে।
‘আমার ডাক্তার’টেলিমেডিসিন সেন্টারের ফেসবুক পেইজেও যোগাযোগ করা যাবে।

টেলিমেডিসিন সেন্টার নিয়ে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন,পৃথিবীজুড়ে চলমান করোনা মহামারি মোকাবিলায় সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।আর সে তাগিদ থেকেই এ উদ্যোগ।

পরবর্তী সময়ে চাহিদানুসারে টেলিমেডিসিন সেন্টারের সেবার পরিধি বৃদ্ধি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান। প্রয়োজনে ২৪ ঘন্টা সেবা দেওয়ার কথা বলছেন তিনি।

দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকগণ এই টেলিমেডিসিন সেন্টারের সাথে যুক্ত থাকবেন এবং সম্পুর্ণ বিনা মুল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত দিন :