যুক্তরাষ্ট্রে লকডাউনবিরোধী সশস্ত্র আন্দোলনকারীদের পক্ষে ট্রাম্প

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মে ২, ২০২০

লকডাউন তুলে নেয়ার দাবিতে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ করেছেন কয়েক’শ জনগণ। আর ওই সব সশস্ত্র বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

শুক্রবার একটি টুইট বার্তায় ট্রাম্প লেখেন, তারা খুব ভালো। কিন্তু তারা রাগী। তারা তাদের জীবনে নিরাপদে ফিরতে চায়।

The Governor of Michigan should give a little, and put out the fire. These are very good people, but they are angry. They want their lives back again, safely! See them, talk to them, make a deal.

— Donald J. Trump (@realDonaldTrump) May 1, 2020

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিশিগানের বিক্ষোভকারীদের কেউ কেউ অস্ত্র নিয়ে রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান। পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা। মিশিগান অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। করোনাভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি।o

আপনার মতামত দিন :