ফিভার ক্লিনিকে ছয় হাজার সেবা প্রদান, করোনা ল্যাবে নমুনা সংগ্রহ সাড়ে পাঁচ হাজার Emon Emon Chowdhury প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে প্রায় হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। আজ রোববার (৩ মে) বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনে স্বাপিত ফিভার ক্লিনিকে রোববার (৩ মে) ৩৩৮ জনসহ এ পর্যন্ত পাঁচ ৫ হাজার ৯৭১ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। অন্যদিকে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে রোববারের ৩৪১ জনসহ ৫ হাজার ৪৫১ জন রোগীর নমুন সংগ্রহ করা হয়েছে। আরও বলা হয়েছে, বিএসএমএমইউ কর্তৃপক্ষের উদ্যোগে রোগীদের সুবিধার্থে ইতোমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবা অব্যাহত রয়েছে। হেলথ লাইন সেবার আওয়াতায় এখন পর্যন্ত ২৪ হাজারেরও অধিক রোগী সেবা পেয়েছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এছাড়াও করোনা পরিস্থিতির মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টারনাল মেডিসিন, জেনারেল সার্জারি, অবস এন্ড গাইনী এবং শিশু বিভাগে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ২১ মার্চ করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে উপচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনে ফিভার ক্লিনিক চালু করা হয় এবং গত ১ এপ্রিল থেকে করোনা সংক্রামণ পরীক্ষায় করোনা ল্যাব চালু করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বিশেষ উদ্যোগে গত ৫ এপ্রিল বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ চালু করা হয়। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: