বিএসএমএমইউর চিকিৎসক-কর্মকর্তাদের গণমাধ্যমে বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা Emon Emon Chowdhury প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২০ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিত স্বাস্থ্য সেবা সংক্রান্ত কোন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য বা বিবৃতি প্রদানে শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। রোববার (২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীগণকে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিত স্বাস্থ্য সেবা সংক্রান্ত কোন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য বা বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হলো। এতদ্বাতিত, যে কোন টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/ শেয়ার প্রদান করার ক্ষেত্রে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবমূর্তি যেন অক্ষুন্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রজ্ঞাপনটি সদয় অবগতির জন্য বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, বিএসএমএমইউর সকল অনুষদের ডীনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: