সাধারণ ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মে ২, ২০২০ করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ সরকার আরও বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে। শনিবার (২ মে) গণমাধ্যমকে তিনি বলেন, ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। ছুটির বিষয়ে প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন। জানা গেছে, নির্দেশনা আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে। আগামীকাল রোববার (৩ মে) বিকেলে বা সোমবার (৪ মে) সকালের দিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। সবর্শেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ষষ্ঠ দফায় বাড়ানো হচ্ছে সাধারণ ছুটির মেয়াদ। ইতোমধ্যে জরুরি সেবা সংশ্লিষ্ট সরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু করার বিষয়ে আগামীকাল রোববার (৩ মে) আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) আজ শনিবারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। নতুন শনাক্ত হয়েছে ৫৫২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৯০ জন। অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। এ নিয়ে মোট ৭৬ হাজার ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন নমুনা পরীক্ষায় আরও ৫৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। ঢাকার এসব বাসিন্দাদের তিনজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: