করোনায় নতুন শনাক্ত ৭৯০, আরও তিনজনের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ৬, ২০২০

দেশে প্রতিদিনই ভাঙছে করোনা আক্রান্তের রেকর্ড, আক্রান্তের সংখ্যা যেন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শানাক্ত হয়েছে ৭৯০ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াঁলো ১১ হাজার ৭১৯ জন। মারা গেছেন আরও ৩ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬ জনে।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে অন্যান্য দিলেন তুলনায় আজ সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে।

নাসিমা সুলতানা বলেন, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে এখন মোট ৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হচ্ছে এবং এ সংখ্যা আরও বাড়ানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। আক্রান্তদের মধ্যে শতকরা ৭৯ শতাংশ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৩৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪১টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৭৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৯ জনে।

গতকাল মঙ্গলবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৭৮৬ জন। এর আগের দিন সোমবার শনাক্ত হয়েছিলেন ৬৮৮ জন। এছাড়া গত রবিবার ৬৬৫ জন; গত শনিবার ৫৫২ জন এবং গত শুক্রবার ৫৭১ জন নতুন করে শনাক্ত হয়েছিলেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার মতামত দিন :