করোনাভাইরাস : ওষুধ ‘TR-C 19’ তৈরি করলো তুরস্ক Emon Emon Chowdhury প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০ কোভিড-১৯ এর ঔষধ ‘TR-C 19’ তৈরির দাবী করেছে তুরস্ক। তুরস্কের হেলথ সাইন্স ইউনিভার্সিটি (SBU) এবং VSY বায়োটেকনোলজি কোম্পানি যৌথভাবে এই ওষুধ তৈরি করেছে। যা খুব শীঘ্রই মানবদেহে পরীক্ষা করা হবে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির সাথে এক সাক্ষাতকারে তুরস্কের হেলথ সাইন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. সেভদেত এরগোল জানান, কোভিড-১৯ প্যানডেমিকের ঔষধ তৈরিতে তুরস্ক বেশ কিছু জরুরী পদক্ষেপ গ্রহন করে। তার ফলসরূপ এই ‘TR-C 19’ তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। এটি খুব শীঘ্রই মানবদেহে পরীক্ষা করা হবে এবং লাইসেন্স করা হবে। ড. এরগোল জানান, ঔষধটি ইতোমধ্যে ল্যাবোরেটরিতে মানবদেহ থেকে পৃথক করা করোনা ভাইরাসের উপর পরীক্ষা করে সফল হয়েছি। খুব শীঘ্রই কোভিড-১৯ এ আক্রান্ত কিছু ভলেন্টিয়ার রোগীর উপর এটি পরীক্ষা করা হবে। VSY বায়োটেকনোলজি কোম্পানীর চেয়ারম্যান এরকান ভারলিবাস জানান, আমাদের কোম্পানীটি বিশ্বের ৬৬ টি দেশে কাজ করছে৷ কোভিড-১৯ প্যানডেমিক মোকাবেলায় তুরস্ক সরকারের পদক্ষেপগুলোতে আমরা সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করছি। তিনি আরও জানান, হেলথ সাইন্স ইউনিভার্সিটির সাথে আমরা বেশ কিছু গবেষনা করেছি৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম হচ্ছে ‘TR-C 19’ তৈরি। ইউনিভার্সিটি ঔষধটি সফল প্রয়োগে ব্যাপক ভূমিকা রাখছে। ড. এরগোল এবং ভারলিবাস উভয়েই জানান, ‘TR-C 19’ মানবদেহে কোভিড-১৯ সংক্রমণ রোধে সফল হলে ওষুধটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: