করোনা: সম্মুখ যোদ্ধাদের উপহার পাঠালেন কুড়িগ্রাম পুলিশ সুপার

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০

কুড়িগ্রাম: করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা আত্মত্যাগের ভূমিকা রাখায় অভিনব কায়দায় বিশেষ বার্তাসহ সদৃশ্য উপহার সামগ্রী পাঠিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। জীবন বাজি রেখে কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার বিশেষ ভূমিকার জন্য কুড়িগ্রামের ভিন্ন পেশার সহযোদ্ধাদের উৎসাহদানে এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়।

বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে ১১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে একযোগে কুড়িগ্রাম সিভিল সার্জন, ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসক-নার্সসহ ১৪০ জন স্বাস্থ্যকর্মী সহযোদ্ধাদের উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

সাজানো গোছানো সদৃশ্য উপহার সামগ্রীর সাথে কুড়িগ্রাম পুলিশ সুপারের পক্ষে থেকে জুড়ে দেওয়া একটি বিশেষ বার্তায় লেখা রয়েছে, করোনার বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাওয়ায় জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুত্রে জানা যায়, চলমান করোনা যুদ্ধে নিজের জীবন বিপন্ন করে লড়াই করছে বাংলাদেশ পুলিশসহ কুড়িগ্রাম জেলা পুলিশ। এই লড়াইয়ে পুলিশের সাথে করোনার বিরুদ্ধে আরও লড়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ মাঠ প্রশাসনের সাথে যুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন  ব্যক্তিবর্গ। এমন দুর্দিনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়া ভিন্ন পেশার সহকর্মীদের উৎসাহ দিতে এ শুভেচ্ছা উপহার পাঠিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানানো হয়েছে।

উপহার সামগ্রী পেয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষে কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিভাগের পাশাপাশি জেলা পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এই করোনা পরিস্থিতিতে কুড়িগ্রাম পুলিশ সুপারের প্রেরিত বার্তাসহ উপহার প্রাপ্তিতে সংশ্লিষ্ট সবার ভালো লাগার পাশাপাশি দুর্যোগ কাটিয়ে উঠতে উৎসাহ জোগাবে। এভাবে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে এসে করোনা যোদ্ধাদের উৎসাহ দানের আহবান জানান তিনি।

আপনার মতামত দিন :