করোনা পরিস্থিতিতে ও রোজায় রক্তদান

Shayed Shayed

Afride

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ৮, ২০২০

করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে সারাদেশের মানুষ চরম আতঙ্কে দিনাতিপাত করছে। আর এদিকে হাসপাতালগুলো জরুরি চিকিৎসা সেবা চালু রেখেছে। সংকটময় এই পরিস্থিতিতে সিজার, থ্যালাসেমিয়া, ডায়ালাইসিস, ক্যান্সার, জরুরী অপারেশনে রক্তের দরকার হচ্ছে।

এ সকল রোগীদের দ্রুত সময়ে রক্ত সরবরাহে গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফিজিওথেরাপি শিক্ষার্থীদের সংগঠন ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে। গত ১৮ এপ্রিল করোনা পরিস্থিতিতে রক্ত সরবরাহের জন্য একটি কল সেন্টার চালু করেছে।

কল সেন্টারের বর্তমান অবস্থা জানতে চাইলে “করোনা পরিস্থিতিতে জরুরি রক্ত সরবরাহ সেবা” কল সেন্টারের প্রধান উদ্যোক্তা অরুপ সরকার বলেন, প্রতিদিন আমাদের কাছে রক্তের জন্য অসংখ্য কল আসে। আমাদের ট্রান্সপোর্টের জন্য কিছুটা অসুবিধা হচ্ছে। যদি কেউ ব্যাক্তিগত গাড়ি দিয়ে রক্তদাতাদের যাতায়তে সহযোগিতায় এগিয়ে আসত তাহলে আমরা আরো অধিক রোগীর জন্য রক্ত সরবরাহ করতে পারতাম।
হাসপাতালের এম্বুলেন্স ব্যাবহারে কিছুটা ঝুঁকি থাকে কেননা অনেক রুগী যাতায়ত করে এম্বুলেন্স  দিয়ে,বলা যায় না কেউ করোনাভাইরাস বহন করছে কিনা। অনেক সময় গণস্বাস্থ্য কেন্দ্রের এম্বুলেন্সে রোগী পরিবহনে ব্যস্থ থাকে, তাই বিকল্প পরিবহন ব্যবস্থা প্রয়োজন।

রক্তবন্ধু প্লাটফর্মের অন্যতম উদ্যোক্তা তাসনিমুল বারী নবীন বলেন, করোনা পরিস্থিতিতে সারাদেশে অনেকে সেচ্ছায় রক্তদান করছে। যদিও বিভিন্ন বাঁধার সম্মুখীন হচ্ছে যেমন, বাসা থেকে বের হতে দিচ্ছে না, যাতায়ত অসুবিধা। অনেকেই রক্তবন্ধু ওয়েবসাইট www.roktobondhu.com থেকে রক্তদাতা খুঁজে নিচ্ছে, না পাইলে আমাদের স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করছে। অথবা প্লে-স্টোর থেকে রক্তবন্ধু এ্যাপস নামিয়েও সহযোগিতা নিতে পারবে।

 

 

পবিত্র কোরআন শরিফে বলা হয়েছে ‘যে ব্যাক্তি একজন মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল” ( সূরা মায়েদাঃ ৩২) রোজা রেখে রক্তদান করা যাবে। যদি আপনি মনে করেন রক্তদিয়ে আপনি দূর্বল হয়ে যাবেন,রোজা ভেঙ্গে ফেলতে হবে তা হলে না দেওয়াই ভালো। সেক্ষেত্রে ইফতারের পর দেওয়া ভালো।রমজান মাসে মারামারি করে রক্তক্ষরণ হলে তা সম্পূর্ণরূপে হারাম কাজ,কেউ এ কাজ করলে তার কবিরা গুনাহ হবে। তরকারি কাটতে গিয়েও যদি হাত কেটে যায় রোজা ভাঙবে না। রোজা রেখে রক্তদান করলে রোজা ভাঙবে না বরং রোজার সওয়াবও পাবেন; এবং রক্তদানের ত্যাগের মাধ্যমে যে একজন মানুষের জীবন বাঁচালেন, এর সওয়াবও পাবেন।
শুধুমাত্র আপনাকে ডাক্তার যদি বলে আপনি অসুস্থ, রক্ত দেয়া যাবে না, সেই অবস্থা ছাড়া রোজা রেখেও রক্তদান করা যাবে।

জরুরী রক্ত প্রয়োজন হলে যোগাযোগ করুন ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন: +8801754 925692 নাম্বারে।কোন আগ্রহী ব্যাক্তি রক্তদান করতে চাইলেও উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

করোনা পরিস্থিতিতে রক্তদাতা সরবরাহে কাজ করছে অনলাইন ভিত্তিক সমাজিক সংগঠন রক্তবন্ধু, রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ, সেচ্ছায় রক্তদান ব্লাড ফাউন্ডেশন, অন্তর অঙ্গ ব্লাড ফাউন্ডেশন, সারস-সাভার রক্তদানকারী স্বেচ্ছাসেবী ইত্যাদি উল্লেখযোগ্য।

আপনার মতামত দিন :