জামালপুরে করোনা জয় করে বাড়ি ফিরলেন ৪০ জন Shaber Hossain Shaber Hossain Chowdhury প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ জামালপুরে করোনা ভাইরাসের সংক্রামণ থেকে সুস্থ হয়ে উঠায় ৪০ জন বাড়ি ফিরছেন। শুক্রবার বিকেলে তাদেরকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা জয়ীদের ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামালপুরের সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস জানান, ৬ জন চিকিৎসক ও তিন জন নার্স ও চার জন হাসপাতালের স্টাফ অনলাইন পূর্বপশ্চিম বিডি নিউজ এর সাংবাদিক(মেহেদী হাসান)সহ ৪০ জনের নমুনা পরীক্ষার দ্বিতীয় দফার রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়। সুস্থ হয়ে ওঠা ৪০ জনের মধ্যে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন ১১ জন অবশিষ্ট ২৯জন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে রয়েছে সদর উপজেলার ১৭ জন, মেলান্দহের ৩ জন, মাদারগঞ্জের ৯, ইসলামপুরের ১, দেওয়ানগঞ্জের ২, বকশীগঞ্জের ২ এবং সরিষাবাড়ির ৬ জনসহ মোট ৪০জন। এর আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন থেকে প্রথমে ৪জন দ্বিতীয় দফায় ৫জন মোট ৯ জনসহ এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সর্বমোট ৪৯জন। শুক্রবার পর্যন্ত এ জেলায় ইসলামপুর আরও ১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ১০৪ জন। এদের মধ্যে মোট ৩ জনের হয়েছে অবশিষ্ঠ ৫২জন চিকিৎসাধীন আইসোলেশনে রয়েছেন। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: