করোনায় একদিনে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৭০৯ Emon Emon Chowdhury প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ৮, ২০২০ দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে, প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭০৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪, মোট মারা গেছে ২০৬। এছাড়া ১৯১ জনসহ মোট সুস্থ ২ হজার ১০১। শুক্রবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করে আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জনে।করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও সতজন। এদের মধ্যে পুরুষ ৫ জন এবং দুইজন মহিলা। এনিয়ে মোট মৃত্যু সংখ্যা ২০৬ জন। সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯১ জনসহ সর্বমোট ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তিনি আরও বলেন, যারা মারা গেছে তাদের মধ্যে এক জনের বয়স ৯০ বছর। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে দুইজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে। এরপর রয়েছে চট্টগ্রাম এবং ঢাকার হাসপাতালগুলো। উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে প্রথম রোগী পাওয়া যায় গত ৮ মার্চ। শনাক্তের ৬২তম দিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্য্ বেড়েছে বহুগুন। এর সংক্রামণ ঠেকাতে সরকার লকডাউনসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছ। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: