একদিনে আরও ২২ চিকিৎসক করোনায় আক্রান্ত, মোট ৬২৪

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০

দেশে করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা, আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে কখনো কখনো নিজেরাই আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী এই রোগে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২২ জন চিকিৎসক । এনিয়ে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৬২৪ ।

শুক্রবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।

এতে বলা হয়, দেশে একদিনে নতুন করে ২২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ১৩ জন ও সিলেটে ৯ জন।

এতে আরও বলা হয়েছে, চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাজধানী ঢাকায়। ঢাকা সিটিসহ এ বিভিগে মোট আক্রান্ত ৪৪৫ জন। এছাড়া ময়মনসিংহে ৬১, খুলনায় ৪৪ জন, সিলেটে ৩৪ জন, চট্টগ্রামে ১৮ জন, বরিশালে ৯ জন, রংপুরে ১০ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন করোনায় আক্রান্ত চিকিৎসক রয়েছেন।

প্রসঙ্গত,গত ৮ মার্চ দেশে প্রথম মহামারি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাঁড়িয়েছে। মারা গেছেন ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০৯ জন আর মারা গেছেন সাতজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।

আপনার মতামত দিন :