রাশিয়ায় ভেন্টিলেটরে আগুন, পাঁচ করোনা রোগীর মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচ করোনাভাইরাসে আক্রান্ত রোগী পুড়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে পিটার্সবাগের সেন্ট জর্জ হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ মে) সেন্ট পিটার্সবার্গের জরুরি বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, সেন্ট পিটার্সবার্গের জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালটির আইসিইউয়ের ভেন্টিলেটের থেকে আগুনের সূত্রপাত। এতে আগুনে পুড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত হওয়ার পর হাসপাতালটি থেকে ১৫০ জন করোনা রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে এতে কতজন আহত হয়েছেন তা এখনও পরিষ্কার নয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চাপের কারণে ভেন্টিলেটরে আগুন ধরেছে।

এ বিষয়ে রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, আইসিইউর ভেন্টিলেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দেশটি বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সোমবারও দেশটিতে রেকর্ড ১১ হাজার ৬৫৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৩৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১১৬ জন। তবে দেশটিতে প্রায় সাড়ে ৪৩ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আপনার মতামত দিন :