আফগানিস্তানে প্রসূতি ক্লিনিকে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৮ Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি প্রসূতি ক্লিনিকে বন্দুকধারীদের হামলায় শিশুসহ অন্তত আট জন নিহত হয়েছে। মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টর উইদাউট বর্ডার পরিচালিত ক্লিনিকটিতে এ হামলা চালানো হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দাস্ত ই বার্চি হাসপাতালটিতে তিনি বন্দুকধারী পুলিশের পোশাক পরে প্রবেশ করেছিল। প্রবেশের পর তারা গ্রেনেড ছুঁড়ে মারে ও গুলিবর্ষণ শুরু করে। হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে। অর্ধশতাধিক লোককে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তালেবান অবশ্য দাবি করেছে, এ হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০০ শয্যার হাসপাতালটি ডক্টর উইদাউট বর্ডারের সহযোগিতায় পরিচালিত হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। নারী ও শিশুসহ ৮০ জনকে হাসপাতাল থেকে সরিয়ে আনা হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। এখনও গোলাগুলি চলছে। উপস্বাস্থ্য মন্ত্রী ওয়াহিদ মাজরুহ জানান, শিশুসহ আট জন আহত হয়েছে। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: