নতুন করে কোভিড-১৯ আক্রান্ত ৩ জন ডিপ্লোমা চিকিৎসক, মোট আক্রান্ত ৭০ জন

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

দুঃখের সহিত জানাচ্ছি যে আজ‌ও করোনার করাল ছোবলে আক্রান্ত-০৩ জন ডিপ্লোমা চিকিৎসক!

—————————————————-
করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকদের সর্বশেষ খবর (প্রতিবেদন-কেকাপ, বিডিএম‌এ):-
———————————————–
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কেকাপ মিডিয়া সেলের নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী-

* গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসকের সংখ্যা-০৩ জন।
* এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-৭০ জন।
* এপর্যন্ত মোট চিকিৎসাধীন আছেন-৪২ জন।
* এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন-২৭ জন।
* এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন-০১ জন।

আজ ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (যার স্বামী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্বাস্থ্য) ইতিপূর্বে আক্রান্ত) করোনা ভাইরাস পজেটিভ হয়ে চিকিৎসাধীন আছেন।

এছাড়াও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও এক‌ই কর্মস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত একজন ডিপ্লোমা চিকিৎসক করোনা ভাইরাস পজেটিভ হয়ে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ডিপ্লোমা চিকিৎসক সহ সকল আক্রান্ত রোগীদের আশু রোগমুক্তি কামনা করছি এবং মৃত ডিপ্লোমা চিকিৎসক সহ সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি।

করোনা যুদ্ধে সম্মুখসারী থেকে ডিপ্লোমা চিকিৎসকরা পিছু হটবেনা। ইনশাআল্লাহ্ জয় আমাদের হবেই।

সবার মঙ্গল কামনায়-
ডাঃ মোঃ হাফিজ সার‌ওয়ার
সাংগঠনিক সম্পাদক
কেকাপ, বিডিএম‌এ।

আপনার মতামত দিন :