মানসিক স্বাস্থ্য সংকটের ঝুঁকিতে বিশ্ব: জাতিসংঘ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০

করোনাভাইরাসের কারণে মানসিক স্বাস্থ্য সংকটের আশঙ্কা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের। মানসিক ভোগান্তি বাড়তে থাকায় মহামারির মধ্যেও এই বিষয়কে গুরুত্ব দিতে সরকার, সমাজ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তিনি।

বুধবার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় গুতেরেস উল্লেখ করেছেন, ‘প্রিয় মানুষকে হারানোর শোক, হঠাৎ চাকরি হারানোর ধাক্কা, আইসোলেশন, চলাফেরায় কড়াকড়ি, পারিবারিক ঝামেলা, অনিশ্চয়তা এবং ভবিষ্যত নিয়ে ভীতি।’

জাতিসংঘ প্রধান বলেছেন, ‘মানসিক স্বাস্থ্য সেবার খাতটি কয়েক দশক ধরে উপেক্ষিত এবং এই খাতে বিনিয়োগও কম, এখন কোভিড-১৯ মহামারি মানসিক চাপ তৈরি করেছে পরিবার ও সম্প্রদায়ের মধ্যে।’

মহামারি মোকাবিলায় যেসব পরিকল্পনা তার মধ্যে মানসিক স্বাস্থ্য যোগ করার দাবি জানিয়েছেন গুতেরেস।

করোনা মহামারির কারণে মৃত্যু ও রোগ এবং আইসোলেশন, দারিদ্রতা ও উদ্বেগ মানসিক স্বাস্থ্য সংকট তৈরি করছে স্বীকার করেছেন জাতিসংঘের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালক ডেভোরা কেসটেল বলেছেন, ‘আইসোলেশন, ভয়, অনিশ্চয়তা, অর্থনৈতিক বিপর্যয়- এসব মানসিক বিপর্যয়ের কারণ হচ্ছে।’

কোভিড-১৯ ও মানসিক স্বাস্থ্যের ওপর জাতিসংঘের রিপোর্ট উপস্থাপন করে কেসটেল বলেছেন, মানসিক অসুস্থতা বেড়ে চলেছে। এই ইস্যু নিয়ে সরকারকে গুরুত্ব দেওয়া উচিত বললেন ডব্লিউএইচও কর্মকর্তা, ‘এই সংকটের কারণে পুরো সমাজের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার ওপর ব্যাপক প্রভাব পড়েছে এবং এর দিকে গুরুত্বের সঙ্গে নজর দেওয়া উচিত।’

আপনার মতামত দিন :