বিএমডিসির সাময়িক সনদ দিয়েই এফসিপিএস পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০ জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠেয় এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার্থীরা এমবিবিএসের সাময়িক সনদ এবং বিএমডিসির সাময়িক রেজিস্ট্রেশনসহ সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের ইস্যুকৃত প্রত্যয়নপত্র আপলোড করে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। বুধবার (১৩ মে) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠেয় এফসিপিএস ১ম পর্বের পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, এমবিবিএস সনদ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সরকারি ছুটির কারণে বন্ধ থাকায় আপাতত এমবিবিএসের সাময়িক সনদ এবং বিএমডিসির সাময়িক রেজিস্ট্রেশন সনদ অথবা ইন্টার্নশিপ সম্পন্ন করার সনদ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র আপলোড করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এর আগে গত ১১ মে এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। একই দিন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, আগামী ৩১ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রসঙ্গত, এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে নিয়মানুযায়ী গত ১৫ এপ্রিল অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশব্যাপী করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের ফলে উদ্ভুত পরিস্থিতিতে তা যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। ফলে এটাকে পিছিয়ে ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত করে বিসিপিএস। ►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: