নতুন করোনাভাইরাস গৃহপালিত বিড়াল থেকে বিড়ালে সংক্রমিত হতে পারে Physio Syed Foyjul Physio Syed Foyjul Islam প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ জাপান এবং যুক্তরাষ্ট্রের গবেষকদের একটি দল জানিয়েছে যে, নতুন করোনাভাইরাস গৃহপালিত বিড়াল থেকে বিড়ালে সংক্রমিত হতে পারে। তারা বিড়াল মালিকদের প্রতি সতর্ক থাকার আহবান জানাচ্ছেন। টোকিও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের অধ্যাপক কাওয়াওকা ইয়োশিহিরো এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অন্যান্যরা ৩টি বিড়ালকে করোনাভাইরাসে সংক্রমিত করেন এবং এগুলোর প্রতিটিকে আক্রান্ত নয় এমন বিড়ালের সাথে এক ঘরে রেখে দেন। গবেষকরা বলছেন, সংক্রমিত বিড়ালগুলোর কোন উপসর্গ ছিল না, তবে তাদের প্রতিটির নাকের শ্লেষ্মা পরীক্ষা করে এই ভাইরাস শনাক্ত করা হয়। ৩টি বিড়ালের মধ্যে দু’টির দেহে পর পর ৬ দিন অব্যাহতভাবে এই ভাইরাস শনাক্ত হয়। দলটি জানাচ্ছে, ৩টি অসংক্রমিত বিড়ালের সাথে ৩টি সংক্রমিত বিড়াল রাখা হয়েছিল এবং তারপর ৩ থেকে ৬ দিনের মধ্যে সেগুলোর দেহেও এই ভাইরাস শনাক্ত হয়। এর থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই করোনাভাইরাস বিস্তার লাভ করছে। দলটি এও জানাচ্ছে, এই ফলাফল থেকে এ আভাস পাওয়া যাচ্ছে যে, করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাস প্রত্যঙ্গের মধ্যে দ্রুত বহুগুণ বিস্তৃত হতে পারে এবং সহজেই বিড়ালের মধ্যে বিস্তার লাভ করতে পারে। গবেষকরা বলছেন, বিড়াল থেকে মানবদেহে ভাইরাস সংক্রমণের কোন প্রমাণ নেই এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি যে, মানুষই তাদের গৃহপালিত প্রাণীকে সংক্রমিত করছে। তারা এও বলেন, মানুষ-বিড়াল-মানুষ সংক্রমণের ব্যাপারে আরও অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ। গবেষকরা এও বলছেন, সংক্রমিত বিড়ালগুলোর মধ্যে যেহেতু কোন লক্ষণ নেই এবং মালিকের অজ্ঞাতসারেই এই ভাইরাস বিস্তার লাভ করতে পারে, তাই তারা বিড়াল মালিকদের প্রতি পোষা প্রাণী ঘরের মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন। সূত্র: NHK World Japan আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: