করোনা জয় করে ফের রোগীদের পাশে ৪৬ চিকিৎসাকর্মী Emon Emon Chowdhury প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ জনের বেশি চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছিলেন করোনাভাইরাসে। তাঁরা অনেকেই সুস্থ হয়ে উঠছেন। এমন ৪৬ জন করোনাজয়ী চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মী ফিরেছেন কর্মস্থলে। আজ শনিবার (১৬ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মস্থলে যোগ দিতে আসা এসব করোনাজয়ী চিকিৎসাকর্মীদের ফুল ও মাস্ক দিয়ে অভ্যর্থনা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসের সংক্রমিতের পরীক্ষা। সেইসঙ্গে কমেছে কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যাও। নতুন করে শনাক্ত হয়েছে ৯৩০ জন এবং মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ২৩৫ জন। শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩৩টি ল্যাব থেকে ৬ হাজার ৫০১টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৬ হাজার ৭৮২টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৯৩০ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৯৫ জন। অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩১৪ জন। সুস্থ হয়েছে ২৩৫ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ১১৭ জন। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: