ঢামেকে শিশুদের জন্য করোনা ওয়ার্ড চালু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শিশুদের জন্য দেশের প্রথম করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। ঢামেক বার্ন ইউনিটের (করোনা ইউনিট-১) দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-এ করোনা আক্রান্ত শিশুদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ২ এপ্রিল থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। সাসপেক্ট রোগীর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হতে থাকে। সাসপেক্ট ও করোনায় আক্রান্ত রোগীদের দু’টি ভাগ করে রাখা হয়।

তিনি আরও বলেন, এক পর্যায়ে আমরা চিন্তা করলাম শিশুদের জন্য একটি আলাদা ওয়ার্ড খোলা দরকার। এই সিদ্ধান্ত মোতাবেক বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) পুরোটাই শিশুদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আক্রান্ত কোনো শিশু আসলেই ওইখানে ভর্তি হয়ে চিকিৎসা নেবে।

আপনার মতামত দিন :