যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে ২৪২ বাংলাদেশি

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

মহামারী করোনাভাইরাস সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ব্যবস্থায় দেশে আসছে ২৪২জন বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ জানিয়েছেন, ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাত ১১টায় কাতার এয়ারলাইন্সের ভাড়া করা বিশেষ ফ্লাইটে  তারা রওনা হয়েছেন। রোববার বিকালে তাদের ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান।

শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, যারা রওনা হয়েছেন, তারা সবাই যে করোনাভাইরাসমুক্ত সে বিষয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের কাছ থেকে সনদ নিয়েছেন। ঢাকায় পৌঁছে সেই সনদ তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে দেখাতে হবে বলে জানান তিনি।

দেশের পথে থাকা বাংলাদেশিদের মধ্যে শিক্ষার্থী, পর্যটক, অথবা বিজনেস ভিসায় আগত ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন এই ভাইরাসে ৮৭ হাজার ৫৬৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৪৩ হাজার ৩৯৭ জন।

২১৪টি দেশে ছড়ানো এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখের বেশি আর মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

আপনার মতামত দিন :