করোনার ওষুধ রেমডিসিভির তিন দিনের মধ্যেই পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২০

আগামী তিনদিনের মধ্যেই করোনার ওষুধ রেমডিসিভির পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৬ মে) রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন হাসপাতালকে ‘কভিড-১৯ হাসপাতাল’ হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের ওষুধ রেমডিসিভির বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। আগামী দুই তিন দিনের মধ্যে হাতে পাওয়া যাবে।

তিনি বলেন, আমরা আনন্দিত, প্রাইভেট সেক্টরে আমরা কোভিড হাসপাতাল পেয়েছি। আনোয়ার খান মেডিকেলই প্রথম যেটি আমরা গ্রহণ করলাম। সম্পূর্ণ সরকারি খরচে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ২শ’ শয্যার কোভিড ১৯ হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। যেখানে কোভিড রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মোবিন খান।

আপনার মতামত দিন :