ব্রাজিলে করোনায় ১৫ হাজারের বেশি প্রাণহানি Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ ব্রাজিলে সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে করোনায় ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। খবর সিএনএন-এর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৩৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৯১৯ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২। এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫১১ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৬২ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৯ হাজার ৬৭২ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ২৮ হাজার ১৭৭টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ৮ হাজার ৩১৮ জন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্তে শীর্ষ দেশগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: