ভারতে ফের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মোট ৯০ হাজার পার Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার, মারা গেছেন আরও শতাধিক। রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৪ হাজার ৯৮৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা দেশটিতে একদিনে রোগী শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। এদিন মারা গেছেন আরও ১২০ জন। তবে আশার কথা গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নতুন রেকর্ড হয়েছে। এদিন সেখানে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ হাজার ৯৫৬ জন। ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯২৭। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন। মৃতের সংখ্যা ২ হাজার ৮৭২। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৩৭ দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫ দশমিক ০৯ শতাংশ। এছাড়া করোনায় মৃত্যুহারও আগের চেয়ে কমেছে। শনিবার দেশটিতে মৃত্যুহার ছিল ৩ দশমিক ২ শতাংশ, আজ সেটা হয়েছে ৩ দশমিক ১৫ শতাংশ। সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: