জীবাণুনাশক ছিটিয়ে করোনাভাইরাস মারা যায় না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা Shayed Shayed Afride প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ জীবাণুনাশক ছড়ালে তা করোনাভাইরাসকে নষ্ট করতে পারেনা। তাছাড়া তা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও বিপজ্জনক হতে পারে। এবং করোনাভাইরাস প্রতিরোধে এই প্রক্রিয়া অকার্যকরও। শনিবার এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর সিএনএন। ব্যাখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, রাস্তাঘাট বা বাজার চত্বরের মতো জায়গাগুলিতে শুধুমাত্র স্প্রে করে বা ধোঁয়া ছড়িয়ে করোনাভাইরাস বা অন্য প্যাথোজেনগুলিকে শেষ করা যায় না। কারণ জীবাণুনাশক ময়লা এবং অন্য আবর্জনার ফলে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আরও জানানো হয়, কোনও অবস্থাতেই জীবাণুনাশক কোনও ব্যক্তির ওপর ছিটানো যাবে না। কোনও ব্যক্তির ওপর জীবাণুনাশক ছড়ানো হলে তা ওই ব্যক্তির জন্য শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিকারক হতে পারে। ছিটানো জীবাণুনাশকে থাকা ক্লোরিন বা অন্যান্য বিষাক্ত রাসায়নিক উপাদান চোখ, ত্বকে জ্বালা যন্ত্রণা, মাংসপেশির অসুখ, অন্ত্রে ক্ষতির কারণ হতে পারে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া জীবাণুনাশক ছড়ানো হলে তা কোনও আক্রান্ত ব্যক্তির ভাইরাস ছড়ানোর ক্ষমতাকে নষ্ট করে না। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: