মালয়েশিয়ায় ৮০ শতাংশ করোনা আক্রান্তই এখন সুস্থ Emon Emon Chowdhury প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০ বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমান বাড়তে থাকলেও উল্টো ব্যাপক আকারে কমতে শুরু করেছে মালয়েশিয়ায়। একইসঙ্গে এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যাও যেন বিরাট চমক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের ৮০ দশমিক ৮১ শতাংশই এখন সুস্থ। সোমবার (১৮ মে) টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। টুইটে বলা হয়, ১৭ মে পর্যন্ত দেশটিতে ছয় হাজার ৮৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ১১৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ৫১৫। মৃত্যু হয়েছে ৮৯ হাজার ৫৬২ জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭১৬। তৃতীয় স্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ৩১ হাজার ৯০৮। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মৃতের সংখ্যা ২৮ হাজার ১১১। পঞ্চম স্থানে থাকা স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ৫৬৩। উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা চার হাজার ৬৩৮। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেইনি বলেছেন, করোনা নিয়ে চীনের স্বচ্ছতার বিষয়টি সর্বোচ্চ উদ্বেগে পরিণত হয়েছে। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: