সুনামগঞ্জে ল্যাব টেকনোলজিস্ট সহ তিনজন করোনায় আক্রান্ত Muminur Muminur Rahman প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০ তাহিরপুরে ল্যাব টেকনোলজিস্ট সহ তিনজন করোনা আক্রান্ত সুনামগঞ্জের তাহিরপুরে একটি প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট নার্স (স্বাস্থ্য সেবিকা) সহ নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের আপাতত হোম আইসোলেশনে রাখা হয়েছে। তিনি জানান,ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পাঠানোর পর বৃহস্পতিবার সন্ধায় সেখান থেকে জানানো হয়, এ উপজেলায় নতুন করে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন মধ্যে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের চাউল পট্রির( (মাটিকাঁটা গ্রামের কয়লা ব্যবসায়ী আব্দুল কুদ্দুছের মালিককানাধীন) মক্কা টাওয়ারে দ্বিতীয় তলায় থাকা বাদাঘাট পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের ২৪ বছর বয়সী একজন ল্যাব টেকনোলজিস্ট (পুরুষ),উপজেলার সদরের মধ্য তাহিরপুর গ্রামের ৩১ বছর বয়সী (পুরুষ),অপরজন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২২ বছর বয়সী নার্স (স্বাস্থ্য সেবিকা)। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত তাহিরপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন আরো জানান, আক্রান্ত নার্সের সংস্পর্শে স্বাস্থ্য কর্মী, রোগী বা পরিবারের অন্য যারাই তার সংস্পর্শে এসেছিলেন তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী ও থানার ওসি মো. আতিকুর রহমান জানান,স্বাস্থ্য বিধি অনুযায়ী আক্রান্তদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তারা আরো জানান, উপজেলার বাদাঘাট বাজারের মক্কা টাওয়ারের বাদাঘাট পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারে আক্রান্ত কর্মরত ল্যব টেকনোজিস্ট, সহকর্মী, স্বাস্থ্যকর্মী, রোগী সহ যারা যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে এমনকি বৃহস্পতিবার সন্ধা থেকেই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্য্যন্ত ওই ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: