তাবলিগ জামাতের ৯৬০ বিদেশিকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা Shaber Hossain Shaber Hossain Chowdhury প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০ তাবলিগ জামায়াতের কাজকর্মে জড়িত থাকা ৯৬০ বিদেশি নাগরিককে ১০ বছরের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে বৃহস্পতিবার নবভারত টাইমস ওই তথ্য জানিয়েছে। বিদেশি নাগরিকরা টুরিস্ট ভিসায় ভারতে এসে গত মার্চে দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলীগের কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। ইতোমধ্যেই ওই বিদেশি নাগরিকদের ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। এরআগে দিল্লি পুলিশ ওই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই ভিসা আইন লঙ্ঘন করেছে। সেজন্য সরকার ভিসা বাতিল করে সমস্ত অভিযুক্তকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। বিদেশি তাবলিগ সদস্যদের বিরুদ্ধে মহামারী আইন লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর ধারায় মামলা দায়ের করে তাদের অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছে যে, তারা দেশে মহামারী ছড়িয়ে দেওয়ার মতো অপকর্ম করেছে, যা বহু নিরীহ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। বিদেশি তাবলিগ সদস্যদের ভিসা বিধি লঙ্ঘন, মহামারী আইন লঙ্ঘন, ১৪৪ ধারা ভঙ্গ করা, দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, বিপজ্জনক রোগের সংক্রমণের ক্ষেত্রে অবহেলার অভিযোগসহ কোয়ারেন্টাইন বিধি অনুসরণ না করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এপ্রিল মাসে তাবলিগ জামায়াতের ৯৬০ বিদেশি নাগরিককে ‘কালো তালিকাভুক্ত’ করেছিল। এছাড়াও, তাদের ভিসা বাতিল করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি পুলিশ এবং অন্যান্য রাজ্যের পুলিশকে তাদের নিজ এলাকায় থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং বিদেশি নাগরিক আইনের অধীনে ব্যবস্থা নিতে বলেছিল। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: