করোনায় একদিনে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৯৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও দুই হাজার ৭৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ হাজার ৫০৪ জনে।

আজ সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীসহ সারাদেশে ৫২টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ১০ হাজার ৯৩১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে আরও দুই হাজার ৭৩৫ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন।

এ সময় মৃতেদের তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ২৫ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ১ জন রাজশাহী, ২ জন খুলনা, ২ জন বরিশাল ও ২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এছাড়া নিজের সুরক্ষা নিজের হাতে উল্লেখ করে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোঁয়া, মুখে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন। মারা গেছেন ৯৩০ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ২৬ হাজার ৭৩২ জন। মৃতের সংখ্যা চার লাখের অধিক । সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪৭ হাজার ৭৯৩ জন।

আপনার মতামত দিন :