আন্তর্জাতিক প্রবীণ নিগ্রহ ও সচেতনতা দিবসে মেডিনিউজ “প্রবীণ কথন” এর বিশেষ আয়োজন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

আজ ১৫ ই জুন ২০২০ আন্তর্জাতিক প্রবীণ নিগ্রহ ও সচেতনতা দিবস। প্রবীণরা বিভিন্ন ধরনের শারীরিক মানসিক ও অর্থনৈতিক নিগ্রহের স্বিকার হচ্ছেন। সারাবিশ্বের সকল নির্যাতিত প্রবীণ সহ সকল প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের স্পেশাল প্রোগ্রাম।
আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে কয়েকজন স্পেশাল অতিথি থাকবেন।

অতিথিঃ ০১
তপন কুমার নাথ
ডেপুটি সেক্রেটারি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অতিথিঃ ০২
হাসান আলী
লেখক ও প্রবীণ বিশেষজ্ঞ

অতিথিঃ
ড. দীলিপ কুমার সাহা
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
সিআইডি
বাংলাদেশ পুলিশ

সঞ্চালনায়
ডাঃ মোঃ নেছার উদ্দিন পিটি
ফিজিওথেরাপি চিকিৎসক ও বার্ধক্য বিশেষজ্ঞ

আলোচনার বিষয়ঃ প্রবীণ নির্যাতন ও বাংলাদেশ প্রেক্ষাপট

তারিখঃ ১৫ ই জুন ২০২০, সোমবার।

সময়ঃ রাত ১০.৩০
ফেসবুক লিংকঃ www.fb.com/medinewsbd24

আপনার মতামত দিন :