ডাঃরাকিব উদ্দিনের মৃত্যুতে ম্যাটস্ শিক্ষার্থীদের প্রতিবাদ।

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

রোগীর আত্নীয়দের হামলায় বাগেরহাট ম্যাটস্ এর অধক্ষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন (বিডিএমএসএ), বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর সম্মিলিত ডিপ্লোমা মেডিকেল শাখা,বাগেরহাট সরকারি ম্যাটস্ সহ আরও বেশ কয়েকটি সংগঠন শোক প্রকাশ করে এবং প্রতিবাদ জানায়। ঘটনার সুষ্ঠু বিচার করে সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপদ কর্মস্থলের দাবি জানায় সংগঠনগুলো।

এর আগে,মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৬টায় শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ রাকিব উদ্দিন (৫৯) মারা যান।

সিসি ক্যামেরারা ভিডিও ফুটেজে দেখা যায় ১৫ জুন রাতে এ ঘটনা ঘটানো হয়। কয়েকজন মিলে ১৫ জুন রাত ৮টা ৫০ মিনিটের দিকে ডা.রাকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এ পর্যন্ত একজন আসামী গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে খুলনা জেলায় সকল চিকিৎসকদের কর্মবিরতি চলছে তারা ঘটনার সুষ্ঠু বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানান।

আপনার মতামত দিন :