করোনা টেস্টে সরকারি ফি নির্ধারণ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

সোমবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে “কভিড-১৯ পরীক্ষা নিরিক্ষার ইউজার ফি’র হার নির্ধারণ” বিষয়ক একটি পরিপত্র প্রকাশ করা হয়। ডঃ বিলকিস বেগম (উপসচিব) স্বাক্ষরিত উক্ত পরিপত্রে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ RT-PCR টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। বর্তমানে এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে। ফলে কোন উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছেন। এমতাবস্থায় করোনাভাইরাস এর সংক্রমণ ও সুষ্ঠু ব্যাবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের ১৫.০৬.২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৪৫.২৭.০০২.১৫.১১ সংখ্যক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে নমুনা সংগ্রহ বুথ এবং সরকারি হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০(দুইশত) টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহের জন্য ৫০০(পাঁচশত) টাকা নির্ধারণ করা হয়েছে। এ বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হবে। “চিকিৎসা সুবিধা বিধিমালা ” ১৯৭৪ এর সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহাল থাকবে। বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

আপনার মতামত দিন :