বারডেমে লিভার প্রতিস্থাপন শুরু হলো আবার Jewel Das Jewel Das Guptha প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়মিতভাবে লিভার প্রতিস্থাপন শুরু হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ৩০ সদস্যের একটি চিকিৎসক দল সফলভাবে একটি লিভার প্রতিস্থাপন সম্পন্ন করে। জাহানারা খাতুন নামের এক রোগীর জন্য লিভারের একটি অংশ দান করেন তাঁর ছেলে অ্যাডভোকেট শরিফুল ইসলাম। লিভারদাতা ও গ্রহীতা দুজনই সুস্থ আছেন। ডায়াবেটিক সমিতি সূত্র জানায়, এর আগে ২০১০ সালে বারডেম হাসপাতালে প্রথম সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হলেও তা বিভিন্ন কারণে নিয়মিত হয়নি। এখন থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়মিত লিভার প্রতিস্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ বিষয়ে বারডেমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান ডায়াবেটিক সমিতির পরিচালক (জনসংযোগ) ফরিদ কবির। আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: