স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টদের স্থায়ী করার ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি বিএমটিপি’র ধন্যবাদ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

মেডিনিউজ রিপোর্ট :

দেশে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করে তখনই বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর নেতৃত্বে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন শত শত স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট। স্বাস্থ্যখাতে জনবল সঙ্কটের কারণে করোনা সঙ্কটের প্রথম দিকে হিমশিম খেতে হয়েছিল সকল স্বাস্থ্যকর্মীদের। যে হারে করোনা রোগী বেড়েছে সে হারে তখন নমুনা সংগ্রহের সুযোগ ও সুবিধা ছিলনা মেডিকেল টেকনোলজিস্টদের অপ্রতুলতার কারণে। এমন পরিস্থিতির মধ্যেই সরাসরি স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসতে শুরু করেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতাকর্মী সহ সারা দেশের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টগণ। দিন দিন এ সংখ্যা বেড়েছে, যাঁরা বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে। প্রধানমন্ত্রী নিজেই দেশের এ সংকটময় সময়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে যে সকল স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সকল স্বেচ্ছাসেবকদের পর্যায়ক্রমে সরকারী ভাবে স্থায়ী করা হবে। ০৯ জুলাই বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এমন যুগোপযোগী নির্দেশনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর নেতৃবৃন্দগণ।

বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্বখাতে স্থায়ী করার বিষয়ে জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ ও সাধুবাদ জানাচ্ছি। করোনা মহামারিতে যে পরিস্থিতি ছিলো সেসময় যারা স্বেচ্ছাসেবক হিসেবে জীবন বাজী রেখে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ করছেন তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে না আসলে আজ স্বাস্থ্যখাতের ও দেশের অনেক ক্ষতি হতো। দেশে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্টরা এগিয়ে না আসলে করোনা মহামারিতে গড়ে প্রতিদিন ১৫ থেকে ১৬ হাজার নমুনা সংগ্রহ করা সম্ভব হতোনা। তাই সকল স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা রাজস্বখাতে স্থায়ী নিয়োগ পাওয়ার যোগ্য। তিনি স্বেচ্ছাসেবীদের নিয়োগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে স্বাগত জানান। ১৪৫ জন স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের মতো সারাদেশে বাদ পড়া সকল স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্বখাতে দ্রুত নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে আহ্বান জানান। সেইসাথে
যারা স্বাস্থ্যখাতকে জিম্মি করে কর্মবিরতি সহ নানান আন্দোলন করে স্বাস্থ্যখাতের কাজকে বাধাগ্রস্ত করছে তাদের দ্রুত শাস্থির দাবি করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৩০ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনকে অনুরোধ করেন।

আপনার মতামত দিন :