পানি বন্দী কুমুদিনী মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতাল৷!

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

 

 

 

আশরাফুল ইসলাম আকাশ ঃঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবস্থিত কুমুদিনী মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এখন পানিবন্দী অবস্থায় আছে।

হাসপাতালের চারপাশে পানি চলে এসেছে। ভোগান্তি পোহাচ্ছে রোগী এবং স্বজনেরা। হাসপাতালের এরিয়ার ভিতরে পানি চলে আসায় রোগীদের যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে উঠেছে।
করোনা কালে রোগীরা কম থাকলেও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি।
টাঙ্গাইলের মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে হাসপাতালে যাওয়া আসার রাস্তা এখন পানির নিচে।

এতে বিভিন্ন সমস্যায় পরেছে রোগী ও স্বজনেরা। প্রাইভেটকার বা এম্বুল্যান্স ও আসতে পারে না এই রাস্তা দিয়ে। রোগীদের রিক্সায় করে হাসপাতালে নিয়ে আসতে হয়। ২০ টাকার রিক্সা ভাড়া এখন নিচ্ছে ৫০ থেকে ৬০ টা।।

১৯৭০ সালে কুমুদিনী হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট টি.বি ওয়ার্ড যুক্ত হয়। এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা কারণ, সে সময় দেশে মরণব্যাধি যক্ষ্মার চিকিৎসার তেমন ব্যবস্থা ছিল না, একমাত্র যক্ষ্মা হাসপাতালটি ছিল ঢাকায়, গ্রামের মানুষ সাধারণত যক্ষ্মা রোগীর সংস্পর্শ এড়িয়ে চলত। ফলে অনাকাঙ্খিত মর্মান্তিক মৃত্যুই ছিল যক্ষ্মা রোগীর একমাত্র পরিণতি। হাসপাতালে যক্ষ্মা রোগের স্বতন্ত্র ওয়ার্ড নির্মাণের পূর্বে যক্ষ্মা রোগীদের নদীতে আচ্ছাদিত নৌকায় তৈরী ভাসমান ওয়ার্ডে চিকিৎসা সেবা প্রদান করা হতো।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় কোনো শ্রেণিভেদ নেই। এখানে কোনো কেবিন নেই। সবাইকে সমান গুরুত্বসহকারে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ২০০০ সালে এখানে কুমুদিনী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে।

আপনার মতামত দিন :