গোস্ত না খাওয়ার কারনে প্রাণীজ আমিষের অভাবে মানুষের যে রোগ হতে পারে

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

পিজি হাসপাতালে থাকতে অদ্ভুত এক থ্যালাসেমিয়া রোগী দেখেছিলাম।

থ্যালাসেমিয়া রোগীর সাধারণত রক্তের লাল কোষগুলো খুব ছোট হয়। কিন্তু এই রোগীর রক্তের কোষ ছোট নয়.নরমাল সাইজ ও নয়. উলটা বড় বড়।

ঘটনা কি?

পরে দেখলাম সেই রোগীর থ্যালাসেমিয়ার সাথে আরো একটা রক্তের রোগ আছে। সেটার নাম হল মেগালোব্লাস্টিক এনিমিয়া। এখানে রক্তের লাল কোষ বড় হয়ে যায়।

ভিটামিন বি ১২ কমে গেলে এই রোগ হয়।

এই রোগের খুব কমন একটা কারণ হল প্রাণীজ আমিষ না খাওয়া। প্রাণীজ আমিষ এর মধ্যে স্পেশালি মাংস।
My patient was a vegetarian too.

যারা মাংস বা গোসত খাননা তাদের দুই ধরণের রক্ত স্বল্পতা হতে পারে। একটা হল আয়রনের ঘাটতি থেকে রক্ত স্বল্পতা আর আরেকটি হল যেটা ওই থ্যালাসেমিয়া রোগীর হয়েছিল( মেগালোব্লাস্টিক এনিমিয়া)।

যারা ঠিক মত মাংস খান তাদের এই রোগদুটো হওয়ার সম্ভাবনা কম থাকে।

অনেকেই মাংস খাওয়াটাকে ভালভাবে নেন না। তাদের এই মানষিকতা বিজ্ঞানের সাথে যায় না। মাংস না খাওয়া এই ধরণের বিভিন্ন রোগ এর কারণ হতে পারে।

আসুন মাংস খাই। দরিদ্রদের মাংস খাওয়ার ব্যবস্থা করে দিই।

আর এজন্য ঈদুল আজহার চেয়ে ভাল সিস্টেম আর কি হতে পারে?

সবাইকে ঈদ মুবারক।
আল্লহ আমাদের কুরবানি কবুল করুন।

ডা. মুহাম্মাদ জামাল উদ্দিন তানিন
রক্তরোগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ

আপনার মতামত দিন :