তিলোত্তমা ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি Emon Emon Chowdhury প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০ “লাগাও গাছ,বাঁচাও দেশ” এ স্লোগান কে সামনে রেখে নোয়াখালী দ্বীপ উপজেলার হাতিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন তিলোত্তমা ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। রবিবার বিকেলে বুড়িরচর ইউনিয়নের হাতিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস ও চরকিং বোয়ালিয়া সফিয়ল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন রকমের ১ শতাধিক বৃক্ষরোপণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন সৈকত শাহরিয়ার এর নেতৃত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িরচর ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যান ও হাতিয়া ডিগ্রি কলেজের সভাপতি জিয়া আলী মোবারক কল্লোল। তিলোত্তমা ব্লাড ব্যাংকের প্রতিনিধি তাহসান আমির, আব্দুর রহমান আয়াত,নজরুল ইসলাম তারেক,রাকিব উদ্দিন,কবির উদ্দিন, রাছেল উদ্দিন,জিহাদ উদ্দিন,আশিকুল ইসলাম, ইলিয়াস কাঞ্চন,ফরহাদ হোসেন,আরিয়ান রুবেল,কাহন,আহসান হাবিব রুবেল সহ অনান্য সদস্য বৃন্দ। এই সময় সংগঠনের এডমিন তাহসান আমির বলেন,তিলোত্তমা ব্লাড ২০১৫ইং থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।তারি ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।বৃক্ষ আমাদের প্রাণ,পরম বন্ধু।খাদ্য,বস্ত্র,আশ্রয় স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ রোপণহোক মানবিক ও সামাজিক আন্দোলন, তাই আর বৃক্ষ নিধন নয়,বরং বৃক্ষরোপণ ও সংরক্ষনের প্রতি আমাদের সকলের এগিয়ে আসা উচিৎ। আগামীতেও তিলোত্তমা ব্লাড ব্যাংকের এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। আপনার মতামত দিন : SHARES সংগঠন সংবাদ বিষয়: