প্রথম নারী ফটো সাংবাদিক।

প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম আর নেই!

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথম আলোকচিত্রী সাইদা খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার রাত তিনটায় ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন আলোকচিত্রী মুনিরা মোরশেদ। সাইদা খানমের বয়স হয়েছিল ৮২ বছর।
আজ মঙ্গলবার বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে তাকে।

সাঈদা খানম শুধু বাংলাদেশেই নয়,সেই সময় পূর্ব পাকিস্তানেও ছিলেন স্থিরচিত্রী হিসেবে আমাদের ভূখন্ডে একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী আলোকচিত্রী। একটা অন্ধকার যুগকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে আসাটা সত্যিই কঠিন ব্যাপার। সাঈদা খানম যে সময় ছবি তোলা শুরু করেছিলেন।

তখন সমাজ ছিল অন্ধকার ও কুসংস্কারাচ্ছন্ন। একজন আলোকচিত্র সাংবাদিক হিসেবে সাঈদা খানম দীর্ঘদিন কাজ করেছেন “বেগম” পত্রিকায়। তিনি প্রেস ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। তিনি তার ক্যামেরায় বন্দি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,ব্রিটেনের রানী এলিজাবেথ, চাঁদে প্রথম পদার্পনকারী তিন নভোচারী, জাপানের রানী, মাদার তেরেসা, সত্যজিৎ রায়, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার তৎকালীন রাষ্ট্রপ্রধান প্রমুখকে।

সাইদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন। বাবা আবদুস সামাদ খান,মা নাছিমা খাতুন। পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় হলেও জন্ম পাবনায়, ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর। স্থিরচিত্রী হিসেবে শুরু করেন কাজ। সেই সময় পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশ) তিনিই ছিলেন একমাত্র ও প্রথম নারী আলোকচিত্রী।
তার মৃত্যুতে মিডিয়াকর্মীদের মাঝে চলছে শোকের ছায়া।

আপনার মতামত দিন :