আইইডিসিআর’র নতুন পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন Emon Emon Chowdhury প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে এ আদেশ কার্যকর হবে। অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বর্তমানে আইইডিসিআর’র ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্থলাভিষিক্ত হলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরার চাকরির মেয়াদ শেষ হওয়ায় ওই পদে সম্প্রতি পদোন্নতি পান অধ্যাপক মীরজাদী সেব্রিনা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: