করোনায় আরো ৪১জনের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৮১ জনে। এ সময়ে আরও দুই হাজার ৭৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৮৫ হাজার ৯১ জন।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরা হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৫ হাজার ৯১ জনে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জনে।

আপনার মতামত দিন :