সাভার সিআরপিতে ৫ম আন্তর্জাতিক মেরুরজ্জু আঘাত দিবস-২০২০ পালিত

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

মোহাম্মদ তন্ময়, সাভার ক্যাম্পাস প্রতিনিধি।।

বাংলাদেশের একমাএ পক্ষাঘাতগ্রস্থদের পূর্নবাসন কেন্দ্র সিআরপিতে আন্তর্জাতিক মেরুরজ্জু আঘাত দিবস ২০২০ পালিত হয়েছে।
৫ই সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টায় সিআরপি ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারের নীতিমালা লক্ষ্য রেখে (মহামারী করোনা) সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে ‘সিডাব’ সংগঠন পালন করলো মেরুরজ্জু আঘাত দিবস-২০২০ ৷ এসময় স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের কুটিরশিল্প প্রশিক্ষন,রাষ্ট্রীয় অধিকার/ সুচিকিৎসা/খাদ্য নিরাপত্তা/কর্মসংস্থান নিশ্চিতকরণ দাবী জানান। অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনার জন্য সিডাবের সদস্যবৃন্দ, সিআরপি নির্বাহি পরিচালক শফিকুল ইসলাম ও কর্মরত মোছলেম হাওলাদার ,আব্দুল জাব্বার ,মহসিনা ম্যাডাম ,সেলিম রহমান সহ সমাজ কল্যাণ তহবিলের মোঃ শফিউল্লাহ সহযোগীতা করেছেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিডাব এর সহ-সাধারণ সম্পাদক কাজী বিল্লাহ্। এছাড়াও কাজী বিল্লাহ্ এর উপস্থাপনায় মেরুরজ্জু আঘাত প্রাপ্ত রোগীরা ভালো থাকুক বিষয়বলীর উপর সন্ধ্যায় ফেসবুক লাইভে মতবিনিময় সভা করেন।

আপনার মতামত দিন :