করোনা মহামারীর মধ্যে বানবাসীদের পাশে ”ছাত্র কল্যাণ ট্রাস্ট”

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: একদিকে করোনা মহামারী অপরদিকে বন্যা, এ যেনো এক বেঁচে থাকার কঠিন যুদ্ধ। করোনার কারণে বিশ্ব যখন থমকে গেছে তখনি নদীমাতৃক বাংলাদেশে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ‘ছাত্র কল্যাণ ট্রাস্ট’ ৭৫০টিরও অধিক অসহায় হতদরিদ্র বানভাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে ত্রাণ বিতরণ শুরু হয়ে ৩দিন ব্যাপী এই কার্যক্রম গতকাল সোমবার পর্যন্ত চলে। এসময় ভেড়াখোলা, বড় দুগালী, চর দুগালী , বায়রা, গোবিন্দপুর, গোবিনাথপুর, বাঙালার চরসহ গালা উনিয়নের ৭টি কেন্দ্রে মোট ৪০টি গ্রামের বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল জাহানসহ সংগঠনের প্রতিষ্ঠাতা মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ভেড়াখোলা গ্রামে ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মোঃ আশরাফুল জাহানের নেতৃত্বে কয়েকজন ছাত্রদের প্রচেষ্টায় গড়ে তোলা হয় ”ছাত্র কল্যাণ ট্রাস্ট” নামের এই সংগঠন।

২০০৪ সাল থেকে ছাত্রদের বিভিন্ন উন্নয়নে কাজ করে আসছে এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ও ভর্তির সময় আর্থিক সহযোগীতা, অসহায় ছাত্রদের টিউশন ফি, খাতা-কলম দিয়ে সহযোগীতা করে এই সংগঠন। ২০১৭ সালে অসহায় ৪০ জন ছাত্র-ছাত্রীদের সারা বসরের টিউশন ফি ও খাতা-কলম দিয়েছে এই সংগঠন। ২০১৮ সালে এলাকার শিক্ষার মান উন্নয়ন ও মাদকাসক্ত থেকে দুরে রাখতে বিভিন্ন খেলাধুলাসহ সাংস্কৃতি চর্চার আয়োজন করেছে সংগঠনের কার্যনির্বাহী কমিটি।

আপনারা সাথে থাকলে ও সহযোগিতা করলে ছাত্র কল্যাণ ট্রাস্ট আরো এগিয়ে যাবে বলে মনে করছেন সংগঠনের সদস্যবৃন্দ। সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে, এলাকায় সাইন্স ল্যাব প্রতিষ্ঠা, পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব গঠন ও কম্পিউটার ল্যাব স্থাপন করা। সংগঠনটির পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাজের বিভিন্ন ভালো

ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহনের জন্য।

আপনার মতামত দিন :